প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২১:২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছেংগারচরে খতমে কুরআন ও মিলাদ দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কুরআন, মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকেলে চকবাজার আব্দুর রহমান হিফজুল কুরআন মাদ্রাসায় আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস খান, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাজীব, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জান, যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, পৌর যুবদল নেতা নুরনবী মোল্লা, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুরনবী পাহাড় প্রমুখ।
|আরো খবর







