শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৮:৪২

শেরপুরে উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

বাদল মজুমদার।।
শেরপুরে উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) দুপুর ১টায় চাঁদপুর জেলা কৃষি অফিস প্রাঙ্গণে আব্দুল করিম পাটোওয়ারী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মকর্তার ওপর ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তি নয়, পুরো প্রশাসনিক কাঠামোর ওপর আঘাত। এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলার জন্যেও হুমকি স্বরূপ। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার সাইফুল হাসান আলামিন, এডিডি মো. মাসুদ হোসেন, সিরাজুল ইসলাম, রাজিব বসু, ইউএও (সদর) তপন রায় প্রমুখ।

বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মাঠ পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, কৃষি কর্মকর্তারা দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষকের সেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। মানববন্ধন শেষে হামলার শিকার কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়