প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৮:৪২
শেরপুরে উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) দুপুর ১টায় চাঁদপুর জেলা কৃষি অফিস প্রাঙ্গণে আব্দুল করিম পাটোওয়ারী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মকর্তার ওপর ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তি নয়, পুরো প্রশাসনিক কাঠামোর ওপর আঘাত। এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলার জন্যেও হুমকি স্বরূপ। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার সাইফুল হাসান আলামিন, এডিডি মো. মাসুদ হোসেন, সিরাজুল ইসলাম, রাজিব বসু, ইউএও (সদর) তপন রায় প্রমুখ।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মাঠ পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরো বলেন, কৃষি কর্মকর্তারা দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষকের সেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। মানববন্ধন শেষে হামলার শিকার কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।







