রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪৪

হোটেলের পরিচ্ছন্নতাকর্মীর আত্মহত্যা

হোটেলের পরিচ্ছন্নতাকর্মীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ভাই ভাই আবাসিক হোটেলের পরিচ্ছন্নতাকর্মীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাত ৯টায় এ ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

স্থানীয়রা জানান, সালাহউদ্দিন (২৫)-এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি দীর্ঘ কয়েক বছর চাঁদপুর গ্রিন হোটেলে বাবুর্চির দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি ভাই ভাই আবাসিক হোটেলের পরিছন্নতার কাজে মজুরি হিসেবে কাজ করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটা জানা যায়নি। কয়েকদিন সে অসুস্থতায় ছিলো। ঘটনার দিন বিকেলে ডাক্তার দেখাবার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যান। সেখান থেকে এসেই দরজা বন্ধ করে কোনো এক সময় গলায় ফাঁস দেন। রাতে ডিউটিতে না আসায় খোঁজ নিয়ে তার রুমের বাইরে থেকে দেখা যায় গলায় ফাঁস লাগানো। এই খবর পেয়ে ঘটনাস্থলে চাঁদপুর মডেল থানার পুলিশ আসে। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়