প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২১:৩৫
কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

'সাম্য ও সমতায়, দেশ গড়বে সবাই’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কচুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালিশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
|আরো খবর
এবারের ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে সমবায়ে বিশেষ অবদান রাখার জন্যে দুজন সমবায়ীকে উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা প্রদান করা হয়। সমবায় সংগঠনের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ, যারা সমবায় দিবসের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন।








