প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ২১:০৮
হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পৌর বিএনপির গাছের চারা বিতরণ

হাজীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর ২০২৫) হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের গাছ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য সরোয়ার হোসেন ভুলু মুন্সীর সভাপ্রধানে ও সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেন।
|আরো খবর