মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২১:১১

মতলবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

মতলবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ
রেদওয়ান আহমেদ জাকির

বাড়িভাড়া বাবদ ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষক-কর্মচারীরা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এর আয়োজক এমপিওভুক্ত শিক্ষক পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখা। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেলে মতলব রিক্সা স্ট্যান্ডের এনএমএম টাওয়ারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের চিঠির সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা।

আন্দোলনকারী শিক্ষকরা আরো বলেন, বাড়িভাড়াসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্যে ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে আমাদের এ আন্দোলন।

এমপিওভুক্ত শিক্ষক পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলমের সভাপতিত্বে ও এমপিওভুক্ত শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কেএম ফয়েজুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য মুন্সীরহাট কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিন, সদস্য নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রভাষক মুক্তার হোসেন, দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম খান, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আলী আক্কাছসহ সংগঠনের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়