শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২০:২৯

সিনিয়র যুব রেডক্রিসেন্ট ফোরাম চাঁদপুর ইউনিটের অভিষেক ও পুনর্মিলনী

রেডক্রিসেন্টের আদর্শ ও লক্ষ্য নিয়ে আর্তমানবতার সেবায় কাজ করতে হবে

---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

সংবাদদাতা।।
রেডক্রিসেন্টের আদর্শ ও লক্ষ্য নিয়ে আর্তমানবতার সেবায় কাজ করতে হবে

সিনিয়র যুব রেডক্রিসেন্ট (আরসিওয়াই) ফোরাম চাঁদপুর ইউনিট আয়োজিত অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) চাঁদপুর শহরের একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, রেডক্রিসেন্ট সেবামূলক আন্তর্জাতিক সংগঠন। যে যার রাজনীতি করেন, কিন্তু রেডক্রিসেন্টের আদর্শ ও লক্ষ্য নিয়ে আর্তমানবতার সেবায় কাজ করতে হবে। রেডক্রিসেন্ট নিয়ে যে রাজনীতি করবে তাকে সংগঠন থেকে বের করা দেয়া উচিত। রেডক্রিসেন্ট কোনো পাড়ার ক্লাব না যে, এ নিয়ে সংগঠনে কোনো বিতর্ক হোক। তিনি বলেন, এ বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেডক্রিসেন্ট সোসাইটি নির্বাচন হবে। চাঁদপুর ইউনিটের আজীবন সদস্যদের যে তালিকা দেখলাম, তাতে মনে হয়েছে পরিবার ও আত্মীয়কেন্দ্রিক সদস্য বানানো হয়েছে। তিনি বলেন, রেডক্রিসেন্টের আজীবন সদস্য, সিনিয়র যুব রেডক্রিসেন্ট ফোরাম ও যুব রেডক্রিসেন্ট সবাই মিলে আসুন সমাজের জন্যে কাজ করি। আমরা চাই, রেডক্রিসেন্ট আন্দোলন সমাজে ছড়িয়ে দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক ও কার্যনির্বাহী সদস্য শেখ মহিউদ্দিন রাসেল।

সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য মো. খলিলুর রহমান গাজী, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার সহকারী পরিচালক পূরবী সরকার, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ চিকিৎসক ডা. মাইনুল ইসলাম মজুমদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও সিনিয়র আরসিওয়াই ফোরামের সভাপতি ফারুক ইকবাল পলু ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র আরসিওয়াই ফোরাম চাঁদপুর ইউনিটের প্রধান উপদেষ্টা সাবেক যুবপ্রধান আক্তারুজ্জামান খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর ইউনিটের সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম জনি ও মারজাহান সেতু।

দিনব্যাপী অনুষ্ঠানে সিনিয়র যুব রেডক্রিসেন্ট (আরসিওয়াই) ফোরাম চাঁদপুর ইউনিটের সভাপতি ও সাবেক যুবপ্রধান ফখরুদ্দিন আহমদ রিয়াজের সভাপ্রধানে ও সেক্রেটারি সাবেক যুবপ্রধান রিয়াজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও সিনিয়র আরসিওয়াই ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহেল স্বপন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান পলাশ, স্বাস্থ্য ও রক্ত সম্পাদক ডা. জসীম উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান সুমন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই) ফোরাম চাঁদপুর ইউনিটের উপদেষ্টা খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, মো. খোরশেদ আলম খান, সহ-সাধারণ সম্পাদক পিনাক বাইন, ফয়সাল প্রধানীয়া খালেদ, সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার পারুল, কোষাধ্যক্ষ শওকত হোসেন রাহাত, সহ-কোষাধ্যক্ষ মো. ইসমাইল খান, জনসংযোগ সম্পাদক মানিক সাহা, প্রশিক্ষণ সম্পাদক ফাতেমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক শামিম হোসেন, ত্রাণ ও সেবাবিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, কার্যনির্বাহী সদস্য বিশ্বনাথ রায়, মো. লিটন গাজী, লুৎফর রহমান রিপন, মো. ওমর ফারুক, মো. আলমগীর হোসেন পাটওয়ারী, সদস্য অজিত দত্ত, বশির আহমেদ দেওয়ান, ফখরুল ইসলাম টিটু, মনির হোসেন, ওমর ফারুক বাবু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মনিরুল ইসলাম, গীতা পাঠ করেন কার্যনির্বাহী সদস্যা সুভদ্রা সাহা ও বাইবেল পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক পিনাক বাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়