সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১:১৬

মতলবে তানভীর হুদার পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে তানভীর হুদার পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
মতলবে তানভীর হুদার পক্ষে বিএনপির রাষ্ট্রকাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

রোববার (১২ অক্টোবর ২০২৫) বিকেলে উত্তর বাইশপুর এলাকায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন মতলব পৌর ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল প্রধান ও যুবদল নেতা নূর মোহাম্মদ মিযাজী।

মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকার প্রধান বাড়ি, মিয়াজী বাড়ি, পাঠান বাড়িসহ বাড়ি বাড়ি গিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ এ লিফলেট বিতরণ করেন।

এ সময় মতলব পৌরসভার যুবদল নেতা মো. জসিম ফকির, মো. মন্টু সরকার, মতলব উত্তর শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব, যুবদল নেতা মো. বাবু আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌর এলাকার বিভিন্ন স্থানে দোকান কর্মচারী, ফুটপাতের পথচারী, রিক্সা-অটোরিক্সা চালক ও যাত্রীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়