প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩
কাল চাঁদপুর সদর ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কাল শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫)।
|আরো খবর
এ উপলক্ষে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠানস্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা আশা করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। নির্বাচনের জন্যে আমরা প্রস্তুত এবং আমরা কাজ করে যাচ্ছি। আমরা ভোটের মাধ্যমে চাঁদপুরের ৫টি আসনে জয়লাভ করার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, শবিবারের সম্মেলনকে ঘিরে আমাদের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উল্লাস দেখা যাচ্ছে। সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ আসবে। আপনারা দোয়া করবেন সম্মেলনটা যেন সুন্দরভাবে করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাড. জসিম মেহেদী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বেপারী, শরীফ উদ্দিন পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ সহ অন্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যা ভুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।