রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬

মতলব উত্তরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আহত ৩

মতলব উত্তরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আহত ৩
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় দশানী গ্রামের বোরহান উদ্দিন (৭০) মারা গেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে

দশানী বেড়িবাঁধে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক গোপালকান্দি গ্রামের ইশান (১৯) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। একই গ্রামের আরও দুই তরুণ হাসান (১৬) ও সাফায়েত (১৬) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোহনপুর থেকে গোপালকান্দি গ্রামের উদ্দেশ্যে ফেরার পথে দশানী বেড়িবাঁধ এলাকায় হঠাৎ বৃদ্ধ বোরহান উদ্দিনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় বোরহান উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং মোটরসাইকেলের চালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন। চালককে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়