প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩৯
হাজীগঞ্জে মাদ্রাসার শিক্ষককে বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও মাদ্রাসার বার্ষিক ইসলামী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকালে মাদ্রাসা মাঠে
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সোলাইমানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মো. আলমগীর হোসেন স্বপনের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ডা. সাঈদুল হক পাটোয়ারী। বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী মো. ইয়াছিন পাটোয়ারী, মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সদস্য মো. লিয়াকত আলী খান, হাফেজ রফিকুল ইসলাম, ইকরামুল হক, বিদায়ী শিক্ষক মাওলানা মো. নুরুল আমিন, বিদায়ী শিক্ষকের ছেলে আবদুল্লাহ মাহমুদ শাকি, সাবেক শিক্ষার্থী হাফেজ মোখলেছুর রহমান, মাদ্রাসার আইটি শিক্ষক মো. কাউসার আহমেদ, ইংরেজি প্রভাষক মো. জাকির হোসেন, সাবেক শিক্ষার্থী মো. ইউসুফ পাটোয়ারী ও অধ্যয়নরত শিক্ষার্থী আহাদ আহমেদ।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানশেষে বিদায়ী শিক্ষককে অনুষ্ঠানে প্রাপ্ত উপহারসহ গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়।