বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৫:২২

বাকিলাতে ছাত্রদলের বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
বাকিলাতে ছাত্রদলের বৃক্ষরোপণ
কামরুজ্জামান টুটুল।।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়েছে।

ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াদের সার্বিক ব্যবস্থাপনায়

বিদ্যালয়ের বিরতির সময় বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য জুয়েল রানা তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক ইরফান মাহমুদ শান্ত, সহ- সভাপতি সাজু খান, আপন খান, আইসিটি বিষয়ক সম্পাদক ফয়সাল রিমন, সদস্য রাকিব, হৃদয়, রাব্বি প্রমুখ। এ সময় বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে নিম গাছ, ঝাউ গাছ ও নারকেল গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়াও ছাত্রদল পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে স্থানীয় বাকিলা বাজারকে অবর্জনামুক্ত করণের কাজ করেছে।

ক্যাপশন: হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করছেন ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়