রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২২:০৪

চাঁদপুর পুরাণবাজার পালপাড়া ও দাসপাড়ায় জন্মাষ্টমী শোভাযাত্রা উদ্বোধন

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এ নির্বাচনে আপনাদের পাশে চাই

--------শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার॥
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এ নির্বাচনে আপনাদের পাশে চাই
পুরাণবাজার পালপাড়া ও দাসপাড়ায় জন্মাষ্টমী শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জনগণের জন্য আমাদের রাজনীতি। সমাজ উন্নয়নে কাজ করাও নৈতিক দায়িত্ব। বিশেষ করে মসজিদ-মাদ্রাসা, মন্দির ও পূজামণ্ডপে যেখানে যাই এসব ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকা নৈতিক দায়িত্ব। আমি সনাতন ধর্মের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে তাদের ধর্মীয় আয়োজনে আমন্ত্রণ জানিয়ে থাকেন। তাদের মন্দিরের জন্য তারা আমার কাছ থেকে কোনো কিছু চান না। আপনারা জানেন বিগত ষোলটি বছর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি লড়াই সংগ্রাম করে আসছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে। এ নির্বাচনে আমি আপনাদেরকে পাশে চাই। বিএনপি জয়লাভ করলে, আর তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব পেলে সুন্দর চাঁদপুর বিনির্মাণে সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করা হবে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়া শিব মন্দির, কালী মন্দির, পালপাড়া মন্দির জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, আমি আপনাদেরই সন্তান। এই শহরেই আমার জন্ম, লেখাপড়া, খেলাধুলা, আপনাদের চোখের সামনেই আমার বেড়ে ওঠা। পুরানবাজার দাসপাড়ার পাশেই আমার জন্মস্থান। আমি হরিসভা ও নূরিয়া হাইস্কুলে কয়েক বছর লেখাপড়া করেছি। আমার বাবাকে একজন ব্যবসায়ী হিসেবে আপনারা অনেকেই চিনেন। বাবার হাত ধরে ব্যবসায়ী এলাকায় যাতায়াত এবং স্কুলে যাওয়ার স্মৃতি এখনো মনে পড়ে। শ্রীকৃষ্ণের জন্মদিনে আমি সনাতন ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, জনতা ব্যাংক পুরাণ বাজার শাখার ব্যবস্থাপক বলাই সরকার, দাসপাড়া কালী মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ দাস, দাসপাড়া শিব মন্দির কমিটির সভাপতি উত্তম দে, সাধারণ সম্পাদক নেপাল সাহা, দাসপাড়া দূর্গা পূজা কমিটির সভাপতি গণেশ চন্দ্র দে, দাসপাড়া শিব মন্দির জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শাওন দাস, সাধারণ সম্পাদক সুব্রত দাস, সাংগঠনিক সম্পাদক কার্তিক দাসসহ দাসপাড়া কালী মন্দির জন্মাষ্টমী পরিষদের কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদস্য মো. শহিদুল ইসলাম মক্কু ছৈয়াল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়