শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১:৪৬

কচুয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

আলমগীর তালুকদার।।
কচুয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন
কচুয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত।

কচুয়ায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশারফ হোসেনের পরামর্শক্রমে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে দোয়া, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মঞ্জুর আহমেদ সেলিম ও পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্যাহ হাবিবের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য অ্যাড. মোস্তাক আহমেদ, শাহজাহান মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক অ্যাড. মকবুল হোসেন মিয়াজী, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রধান, ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, যুগ্ম আহ্বায়ক অ্যাড. বোরহান উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, সাবেক ছাত্রনেতা ওবায়েদ উল্লাহ ভূলন, পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি মাসুদ গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাজী রশীদ, পৌর ছাত্রদলের সমন্বয়ক হাছান ইমাম, সাধারণ সম্পাদক রোমান হোসাইন, শ্রমিক নেতা আলী আক্কাছ, কচুয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. কাউছার মজুমদার, সাধারণ সম্পাদক নবীর হোসেন, চাপই ছাত্রদল নেতা আমির খাতাব ইয়া, মেহেদী হাসান মিরাজ, ফারুক রেজা প্রমুখ।

এ সময় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী খোকন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী, মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল হোসেন, জনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থকগণ উপস্থিত ছিলেন।

আলোচানা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি গাজী আনোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়