প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১:৩৫
মতলব দক্ষিণে খালেদা জিয়ার জন্মদিন পালন

মতলব দক্ষিণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন শুক্রবার (১৫ আগস্ট) মতলব বাজার শাহী জামে মসজিদে পালিত হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ শুক্কুর পাটওয়ারীর নির্দেশে উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
|আরো খবর
এ সময় উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ছৈয়াল, বিএনপি নেতা মো. দিদার ফরাজী, মো. ইলিয়াছ প্রধান, মো. বাবু মৃধা, মো. নূর ইসলাম, মো. হিরণ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরীফ উল্লাহ টিটু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জিয়াউল মাওলা কচি, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামীম মিয়াজী, যুবদল নেতা মো. কাজী সুমন, মিন্টু, ইকবাল, খোকা, মো. ফয়সাল, ঈমান আলী, আল আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল, ছাত্রদল নেতা মো. রাফেল মিয়া, মো. নুরুজ্জামান সরকার রাজীব, মো. ফরহাদ, সিয়াম, বাবু, আনিছ, কলেজ ছাত্রদল নেতা মোঃ অনিক, মো. তাহসিন আহমেদ সাব্বির, লিখন, যুবায়েরসহ বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।