প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২১:২৮
অ্যাড. জাহাঙ্গীর খানের জানাজা ও দাফনে নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল
তিনি ছিলেন মেধাবী দক্ষ সংগঠক, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ ও আইনজীবী'

চাঁদপুর স্টেডিয়ামে বিএনপি নেতা অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) বাদ জোহর চাঁদপুর স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় চাঁদপুরের বিচার বিভাগের বিচারকগণ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগের কর্মকর্তাগণ, বিএনপির নেতা-কর্মী, আইনজীবী নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবী, মুসল্লি, তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জানাজাপূর্ব মরহুমের কর্মময় ও রাজনৈতিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ (অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১) আমিরুল ইসলাম, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া।
জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝির পরিচালনায় জানাজায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ সৈয়দ তফাজ্জল হোসেন হীরু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কচুয়ার মোশারফ হোসেন, জেলা বিএনপির প্রবীণ নেতা ও সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. সফিউদ্দীন আহমেদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি, মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, শরীফ মো. ইউনুস, ডিএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, হাজী মোশারফ হোসেন, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন মো. বাবর বেপারী, সাধারণ সম্পাদক জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, শহর জামাতের আমীর অ্যাড. মো. শাহজাহান খান, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরসহ অন্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। মরহুমের জন্যে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের একমাত্র ছেলে নাফিস হাসান স্বপ্ন।
নেতৃবৃন্দ বলেন, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান ছিলেন একজন মেধাবী ছাত্র ও ক্রীড়াবিদ এবং দক্ষ রাজনৈতিক সংগঠক, প্রফেশনাল আইনজীবী। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমীন।
এরপর তাঁকে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
এদিকে চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান ১০ আগস্ট রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
ক্যাপশন - চাঁদপুর স্টেডিয়ামে অ্যাড. জাহাঙ্গীর খানের জানাজায় অংশগ্রহণকারী বিচারক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগের কর্মকর্তাগণ, বিএনপির নেতা-কর্মীবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবী ও মুসল্লিরা। ইনসেটে অ্যাড. জাহাঙ্গীর খান।