প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:২৬
প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে ৭৫ ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করলো শিক্ষার্থীরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকীতে ৭৫ ফলজ বৃক্ষের চারা রোপন করেছে হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়। এর উদ্যোগ নেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে ১৩ প্রজাতির এসব ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপনে অংশ নেন বিদ্যালয়ের প্রায় ৫শ’ শিক্ষার্থী ও ১৮ জন শিক্ষক। ফলদ ও ঔষধি বৃক্ষের মধ্যে অর্জুন, নিম, আমলকি, হরিতকি, বয়েরা, জলপাই, সুপারি, বেল, দেউয়া, আম, কাঁঠাল, ডালিম, পেয়ারা।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক অমর কৃঞ্চ শীল, সিনিয়র শিক্ষক অর্জুন চন্দ্র পাল, নুরুল আমিন,মাওলানা মজিবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম,অবসরপ্রাপ্ত শিক্ষক আলম আরা সাফিসহ বিদ্যালয়ের অন্যসকল শিক্ষকবৃন্দ।