প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২০:৩৮
সমাজসেবক স্বপন পালের পরলোকগমন

চাঁদপুর শহরের পালবাজারের অন্যতম স্বত্বাধিকারী স্বর্গীয় বিষ্ণু চরণ পালের প্রথম পুত্র স্বপন পাল মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ৯টায় চাঁদপুর শহরের নতুন বাজার সংলগ্ন কদমতলা এলাকায় নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। দিব্যান লোকান গচ্ছতু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দু মেয়ে, স্ত্রী, ভাই, বোন, ভাতিজাসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্বর্গীয় স্বপন পালের আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করেন শ্রীশ্রী গোপাল জিউড় আখড়া মন্দির কমিটি, শ্রীশ্রী কালী বাড়ি মন্দির কমিটি ও পালবাজারের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ। ওইদিন বিকেল তিনটায় চাঁদপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন স্বজনরা।