সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১১:৩৬

প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে চাঁদপুরে উদযাপিত হয়েছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২ আগস্ট ২০২৫) সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ, সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত, চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমান পাটওয়ারী, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন গাজী ও প্রভাত শাহরাস্তি শাখার সভাপতি আইনূন নাহার।

বক্তারা বলেন, মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার মতো একটি নাম হচ্ছে প্রভাত। সংগঠনটির সূচনাতে ভেবেছিলাম হয়তো কয়েক বছর কার্যক্রম পরিচালনা শেষে তাদের সংগঠন বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমরা দৃঢ়ভাবে লক্ষ্য করে এসেছি, প্রভাত তার নিজ গতিতে হাঁটি হাঁটি পা পা করে ৮ বছর শেষ করে ৯ বছরে পদার্পণ করেছে। আমরা সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। মানবসেবায় নিয়োজিত এ স্বেচ্ছাসেবী সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা। সংগঠনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাজিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জুয়েল হোসেন। আরো বক্তব্য রাখেন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা ও সদস্য জাহিদুল ইসলাম আকাশ।

সফলতার আট বছর পেরিয়ে নয় বছরে পদার্পণের এই শুভক্ষণে দুজন অসহায় নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সে সাথে একজন থ্যালাসেমিয়া রোগীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে এক ব্যাগ বি পজিটিভ রক্ত প্রদান করা হয়। পরে উপস্থিত সকল সদস্যের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় কেক কেটে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন আমন্ত্রিত অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের একঝাঁক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়