রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৫:৩৭

সুরধ্বনি একাডেমীর বর্ষামঙ্গল উৎসব

অনলাইন ডেস্ক
সুরধ্বনি একাডেমীর বর্ষামঙ্গল উৎসব

চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগীত প্রতিষ্ঠান সুরধ্বনি একাডেমির আয়োজনে বর্ষামঙ্গল উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে গান, নৃত্য এবং আলোচনা সভার মধ্য দিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন ও দোতারা শিল্পী রবিউল।

শরীফ চৌধুরী বলেন, সুরধ্বনি একাডেমী চাঁদপুরের একটি প্রতিষ্ঠিত সংগীত বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের অসংখ্য গুণী শিল্পী জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছে। এমন বৃষ্টিমুখর পরিবেশে খুব অল্প সময়ের মধ্যে চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন দেখে বিস্মিত হলাম।

অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, বর্ষা আমাদের মাটিকে উর্বর করে, প্রকৃতিকে প্রাণ দেয়। বেশির ভাগ লেখক ও শিল্পীর প্রিয় ঋতুর তালিকায় আমরা বর্ষাকে দেখতে পাই।

সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দী বলেন, প্রতি বছর আমরা ঋতুভিত্তিক কিছু অনুষ্ঠান করার চেষ্টা করি। নতুন প্রজন্ম যেন আমাদের ঋতুগুলোর গুরুত্ব সম্পর্কে অবগত হয়ে নিজেদের শিল্পচর্চা শাণিত করতে পারে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সুরধ্বনি একাডেমীর বিভিন্ন পর্যায়ের শিল্পীরা বর্ষা সংশ্লিষ্ট গান এবং নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়