প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:৫৩
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ছয় কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার (২ আগস্ট ২০২৫) মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান-৩, এএসআই (নি.) মনির হোসাইন, এএসআই (নি.) জহিরুল ইসলাম খন্দকার সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সিপাইকান্দি বেড়িবাঁধ পাকা রাস্তার ওপর মো. আল আমিন মোল্লা (পিতা-মফিজুল ইসলাম মোল্লা, পালক পিতা-মো. হানিফ, সাং-শেখআটি, থানা-কোতয়ালী, জেলা- যশোর, বর্তমানে- সাং- কান্দারপাড় গাজী বাড়ি সংলগ্ন লতিফ হাজীর ভাড়াটিয়া, ১০নং বায়েক ইউনিয়ন, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া)- এর হেফাজত হতে ছয় কেজি গাঁজা (মূল্য অনুমান ১ লাখ ২০ হাজর টাকা) উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।