প্রকাশ : ৩০ জুন ২০২১, ১৮:৩৭
ফেইসবুক গ্রুপ বাসেস অফ চাঁদপুর’র মাস্ক ও লিফলেট বিতরণ
ফেইসবুক গ্রুপ ‘বাসেস অব চাঁদপুর’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ৩০ জুন বুধবার দিনব্যাপি সংগঠনের আহবায়ক মো. মোস্তাফিজ, যুগ্ম আহবায়ক ফাইজুর রহমান সনির নেতৃত্বে চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়াসহ ৫টি উপজেলার প্রধান সড়ক সমূহের মোড়ে ও গুরুত্বপূর্ণ জনপদে প্রায় আড়াই হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় তাদের সাথে ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক সাগর সাহা অন্তু, সদস্য সালাউদ্দিন, সজিব, সুমন, ইউসুফ, হাবীব, মতিউর, সামী, রবিউল, রবিন ও শাফি।
হাইমচর, মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনের যুগ্ম আহবায়ক ফাইজুর রহমান সনি জানান, মাস্ক ও লিফলেট বিতরণ করা ছাড়াও তাদের সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের সকল উপজেলায় রক্ত দান, হতদরিদ্রদের বস্ত্র দান ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।