প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:২১
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কচুয়ার আলোর দিশারী সমাজসেবা সংগঠনের গাছের চারা বিতরণ

কচুয়ায় আলোর দিশারী সমাজসেবা সংগঠনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সংগঠনটির উদ্যোগে সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়ায় অবস্থিত সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বসাধারণের মাঝে ফলদ ও ভেষজ গাছের ছাড়া বিতরণ করা হয়। এ সময় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা, এতিমখানা, দারুন নাজাত মহিলা মাদ্রাসা, আকানিয়া নূরানী মাদ্রাসা, আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণশেষে সর্বসাধারণের মাঝেও এসব চারা বিতরণ করা হয়। বিতরণকালে আলোর দিশারী সমাজসেবা সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মফিজুল ইসলাম পাটোয়ারী, মাইক্রোক্রেডিট রেগুলেটরি কমিশনের নির্বাহী পরিচালক মো. ইয়াকুব হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান পাঠান, সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশীদ, সহ-সভাপতি হাবিব ফকির, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আহমেদ, উপদেষ্টা ও দাতা হাজী লোকমান শেখ, হাজী জয়নাল ফকির, অর্থ সম্পাদক মফিজুল ইসলাম প্রধান, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, আহসান ফকির, আবিদ পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।