শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৪:৩৬

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার প্রতীকী ম্যারাথন

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার প্রতীকী ম্যারাথন
অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫'-এর প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে তরুণ-তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেন।

‎শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ৭টায় জেলা শহরের ওয়্যারলেস এলাকা থেকে শুরু হয়ে এই প্রতীকী মিনি ম্যারাথন চেয়ারম্যানঘাটস্থ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ ম্যারাথন উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, শহীদ পরিবারের সদস্য এবং কয়েকজন জুলাই যোদ্ধা।

‎উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের স্মরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে। জুলাইয়ের যে চেতনা— অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম—সেটি আমাদের উদ্বুদ্ধ করবে। যারা আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের যে মনের বাসনা, তা বর্তমান ও আগামী সরকার ও প্রশাসন নিশ্চয়ই বাস্তবায়ন করবে— আমি এ আশাই করি।’

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন প্রতিযেগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়