সোমবার, ০৭ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৯:২১

দু ভায়রা মিলে পুলিশের অস্ত্র চুরি করে--রিমাণ্ডে স্বীকারোক্তি

ফরিদগঞ্জে এসআইয়ের বাসা থেকে অস্ত্র চুরির হোতা আটক

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে এসআইয়ের বাসা থেকে অস্ত্র চুরির  হোতা আটক

দু ভায়রা ভাই মিলে ফরিদগঞ্জ থানার এক সাব ইন্সপেক্টরের বাসা থেকে সরকারি রিভলবার, গুলিসহ ম্যাাগজিন চুরি করেছে। পুলিশের জালে দু ভায়রা ভাইয়ের একজন মো. সুমন ধরা পড়ার পর তার স্বীকারোক্তি মোতাবেক তার অপর ভায়রা ভাই মো. সাঈদুল ইসলাম ওরফে সাঈদ (৩৫) কে ঝালকাঠিতে অভিযান চালিয়ে গত শনিবার (৫ জুলাই ২০২৫) রাতে আটক করা হয়। ইতোমধ্যেই পুলিশ চুরি হওয়া রিভলবার ও গুলি উদ্ধার করেছে। আদালতে সুমনের স্বীকারোক্তি প্রদান জানা গেছে, গত ৫ মে ২০২৫ ফরিদগঞ্জ থানার প্রায় ১০০ গজ উত্তরে এসআই রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। পরে ১৬ মে চাঁদপুর ডিবি পুলিশ ও ঢাকার শাহআলী থানা পুলিশ মিরপুর-১ এলাকায় তুরাগ বস্তিতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানায়, তারা দু ভায়রা ফরিদগঞ্জ থানা এলাকায় পুলিশের বাসায় চুরি করে রিভলবার নিয়ে যায় এবং ২০ হাজার টাকায় রুবেল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে বরগুনায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি রিভলভিং, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে ঢাকার শাহ আলী থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ মামলায় সুমন ও রুবেলকে ঢাকার জেলা হাজতে পাঠানো হয়। চুরির ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাদের রিমান্ড আবেদন করলে আদালত দুজনকেই দু দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সুমনকে ফরিদগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তারা দু ভায়রা মিলেই চুরি করে। চুরির সাথে তার বড় ভায়রা সাঈদুল ইসলাম ওরফে সাঈদও জড়িত ছিলো। এদিকে সুমন ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সুমনের দেওয়া তথ্যে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালায়, এরপর ঝালকাঠিতে অভিযান চালিয়ে গত ৫ জুলাই শনিবার রাতে সাঈদকে গ্রেপ্তার করে। পরে তাকে ফরিদগঞ্জ থানায় আনা হয়। গ্রেপ্তারের পর সাঈদ জানায়, সুমন তার ছোট ভায়রা এবং তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চুরি করে আসছিলো। সর্বশেষ গত ৫ মে ফরিদগঞ্জে এসে তারা পুলিশ কর্মকর্তার বাসা থেকে রিভলবার ও গুলি চুরি করে। গ্রেপ্তারকৃত সাঈদুল ইসলাম ঝালকাঠির রাজাপুর উপজেলার সুক্তাঘর ইউনিয়নের কেওতা গ্রামের ফকির বাড়ির মোবাশ্বের আলী ফকিরের ছেলে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম বলেন, ‘এসআই রাকিব উদ্দিন ভূঁইয়ার বাসা থেকে সরকারি রিভলবার চুরির ঘটনায় দু ভায়রাকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন আদালতে স্বীকারোক্তি দিয়েছে যে, তারা দু ভায়রা ভাই মিলে চুরি করেছে এবং দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অপরাধে জড়িত ছিলো। সাঈদকেও আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হবে’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়