প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৮:৩৪
শিশুদের মাঝে চাঁদপুর রোটারী ক্লাবের স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ

শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যাোগে শিশুদের মাঝে স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি, লক্ষ্মীপুর জেলার সাবেক সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. এমজি ফারুক ভূঁইয়া, আরএফএসএম। সাথে ছিলেন ক্লাবের নবাগত সভাপতি মো. মোস্তফা (ফুল মিয়া), পিএইচএফ ও সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, পিএইচএফসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।