প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৪:০২
কচুয়ার মমতাজ বেগমের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

কচুয়া উপজেলার চাপাতলী গ্রামের ব্রিকফিল্ড ব্যবসায়ী মরহুম বাচ্চু মিয়ার স্ত্রী মমতাজ বেগমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ গ্রামবাসী ও নিহতের পরিবার।
বুধবার (২ জুলাই ২০২৫) বিকেলে রহিমানগর বাজারে শাহজালাল শপিং সেন্টারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের পুত্র সোহেল প্রধানীয়া বলেন, আমার মায়ের হত্যার ঘটনায় কোনো নিরীহ নির্দোষ মানুষকে যেন হয়রানি না করা হয়, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃতভাবে যারা দোষী তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় অধিবাসী মাজহারুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, আমিনুল ইসলাম মালেক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, ইউনিয়ন জামায়াতের আমির হেলাল উদ্দিন, নিহতের পুত্র সোহেল প্রধানীয়া, চাপাতলী গ্রামের অধিবাসী শাখাওয়াত হোসেন, খোকন মিয়া প্রমুখ।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে মমতাজ বেগমের হত্যা রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় ব্যাপক আন্দোলন গড়ে তুলতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য যে, গত ২৫ জুন রাতে মমতাজ বেগম নৃশংসভাবে হত্যার ঘটনায় এ পর্যন্ত চাপাতলী ও ইসলামপুর গ্রামের আব্দুল কাদের, সানজিদ ও হৃদয় নামের ৩ যুবককে পুলিশ সন্দেহজনকভাবে আটক করলেও হত্যার প্রকৃত রহস্য আজও উদঘাটন হয়নি।