প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৭:১৪
ফরিদগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা :: পৌর প্রশাসক সুলতানা রাজিয়া
পৌরবাসীর সহায়তা পেলে জীবনমানের দ্রুত উন্নয়ন ঘটবে

ফরিদগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) পৌরসভা কার্যালয়ে ৬০ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ১১০ টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। বাজেটের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান।
|আরো খবর
পৌর প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, এবারের বাজেট বাস্তবায়নে আমরা সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের অর্থ সহায়তার প্রত্যাশা করছি। তবে পৌরবাসী হিসেবেও আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমি জানি, প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে ফরিদগঞ্জ পৌরবাসী সে ধরনের নাগরিক সুবিধা পাচ্ছে না। পৌরবাসীর অত্যাবশ্যকীয় সেবাগুলো সচল রাখতে আমরা চেষ্টা করছি। পৌরবাসী হিসেবে আপনাদের পর্যাপ্ত সহায়তা পেলে আপনাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে নাগরিক সুবিধা ক্রমান্বয়ে বাড়বে। আমরা বর্জ্য ব্যবস্থাপনার জন্যে জায়গা খুঁজছি। জায়গা পেলে সেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠবে। আমাদের পৌরসভার মধ্যে সকলকে নির্মাণকাজের সময়ে অবশ্যই অনুমতি নিতে হবে। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যে মাস্টারপ্ল্যান করার কাজ চলছে। একটি বাসযোগ্য ফরিদগঞ্জ গড়তে অবশ্যই এই মাস্টারপ্ল্যান আমাদের কাজে লাগবে।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. কাদির, পৌর পরিষদের সহায়ক সদস্য ও ইউএইচএফপিও ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান জুয়েল, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
প্রস্তাবিত বাজেটে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও ড্রেন নির্মাণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থার জন্য বরাদ্দ রাখা হয়েছে।