রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ২০:৪৬

ফার্স্ট ডে সেলিব্রেশনে চাঁদপুর রোটারী ক্লাবের ব্যাপক আয়োজন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ফার্স্ট ডে সেলিব্রেশনে চাঁদপুর রোটারী ক্লাবের ব্যাপক আয়োজন

১ জুলাই রোটারী বর্ষের প্রথম দিন (ফার্স্ট ডে)। এই দিন উদযাপনে (সেলিব্রশনে) চাঁদপুর রোটারী ক্লাব ব্যাপক আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে বাবুরহাট এলাকার

সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এবং সরকারি শিশু পরিবারের এতিম ও অসহায় শিশুদের জন্যে চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে শিশু স্বাস্থ্য সেবা ক্যাম্প ও ঔষধ বিতরণ, বৃক্ষরোপণ, শিশুদের জন্যে প্রেরণামূলক বক্তব্য, শিশুদের জন্যে নতুন পোশাক ও মাস্ক উপহার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

মোটিভেশনাল স্পিকার হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিন সৈকত। অনুষ্ঠানে

সভাপতিত্ব করবেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি মো. মোস্তফা (ফুল মিয়া), পিএইচএফ।

সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত চলবে শিশু স্বাস্থ্য সেবা ক্যাম্প ও ঔষধ বিতরণ। বেলা ১২ টায় হবে বৃক্ষরোপণ,

বেলা সোয়া ১২টায় শিশুদের জন্যে প্রেরণামূলক বক্তব্য, দুপুর ১ টায়

শিশুদের জন্যে নতুন পোশাক ও মাস্ক উপহার,

দুপুর ১টা ২০ মিনিটে

শিশুদের সাথে আমন্ত্রিত সকলের আপ্যায়ন গ্রহণ। উপরোল্লিখিত কর্মসূচিতে আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়