প্রকাশ : ২৫ মে ২০২৫, ২১:০৯
পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক দুর্ঘটনায় আহত

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (২৪ মে ২০২৫) বিকেলে তিনি দুর্ঘটনার শিকার হন।
জানা যায়, দুর্ঘটনার পূর্বে চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও চাঁদপুর পৌরসভা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক নতুনবাজার এলাকায় অবস্থান করেন। তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুত গতির জীপ গাড়ি এসে তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজুল ইসলাম হাওলাদারসহ অন্যরা হাসপাতালে ছুটে আসেন। সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ ওমর ফারুক মুখ মণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।