প্রকাশ : ২১ মে ২০২৫, ২২:১৬
ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্রস্তুতি সভা

২৮ মে ২০২৫ (বুধবার) ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা যুবদল। মঙ্গলবার (২০ মে ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন মুনিরা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় সমন্বয়ক আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল। চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ অন্য নেতৃবৃন্দ।
|আরো খবর
সভায় নেতৃবৃন্দ সমাবেশ সফল ও সুন্দরভাবে সমাপ্ত করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন।