প্রকাশ : ১১ মে ২০২৫, ১৬:০৩
সসম্মানে চাকুরি থেকে অবসরে গেলেন ভূমি কর্মকর্তা সমীর বর্ধন

একেবারে পরিপূর্ণ সম্মান নিয়ে চাকুরিজীবন শেষ করে অবসরে গেলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সমীর রঞ্জন বর্ধন। সর্বশেষ তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়ন ভূমি অফিস থেকে অবসরে গেলেন। বুধবার (৭ মে ২০২৫) অবসরজনিত বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরীসহ অন্য সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না বর্ধন বাড়ির মনোরঞ্জন বর্ধনের কনিষ্ঠ পুত্র সমীর বর্ধন ১৯৮৮ সালে চাকুরি জীবন শুরু করেন। এরপর থেকে তিনি নিজ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মাতৈন ভূমি অফিস, মতলব উত্তরের মোহনপুর, হাজীগঞ্জের ১০ নং গন্ধর্ব্যপুর, ৭নং বড়কুল পশ্চিম, শাহরাস্তির শাহপুর, প্রসন্নপুর, রাগৈই ও টামটা ইউনিয়ন ভূমি অফিসে সুনামের সাথে চাকুরি করেন।
দু সন্তানের জনক সমীর রঞ্জন বর্ধন এলাকার বহু সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।
ক্যাপশন: নায়েরগাঁও ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সমীর রঞ্জন বর্ধনকে অবসরজনিত বিদায় সংবর্ধনায় সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী। ছবি : চাঁদপুর কণ্ঠ।