শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৮ মে ২০২৫, ২১:৫১

হাসপাতাল থেকে ছিনতাইকারী চক্রের দুই নারী সদস্য আটক

স্টাফ রিপোর্টার
হাসপাতাল থেকে ছিনতাইকারী চক্রের দুই নারী সদস্য আটক

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে নারী ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকালে। হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের খান বাড়ির আসলাম খানের স্ত্রী রোকেয়া বেগম ডাক্তার দেখাতে এই হাসপাতালে আসেন। তিনি বহির্বিভাগে টিকেট কাটতে গেলে পেছন থেকে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর চেষ্টা করে দুই নারী। এ সময় বহির্বিভাগের রোগীরা তাদের হাতেনাতে আটক করে ফেলে।

আটককৃতরা হচ্ছে : মমতাজ বেগম (৩৫) ও তার সহযোগী শিউলি আক্তার (৩০)। এদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায়। পরে পুলিশকে খবর দিলে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক নূরে আলম তাদের আটক করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, এরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। সারাদেশ ঘুরে ঘুরে তারা কৌশলে এ ধরনের ছিনতাই করে থাকে। আমরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইের খবর জানতে পেরে হাতেনাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থেকে চাঁদপুরে আসা দুই নারী সদস্যকে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়