প্রকাশ : ০৭ মে ২০২৫, ২০:০৫
শিক্ষার মানোন্নয়নে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে : সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আমি অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ইচ্ছুক নই। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। একটি ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণেই এলাকার গণ্ডি ছাড়িয়েও বাইরে থেকে অভিভাবকরা তার সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তি করায়। আমরা যারা এই প্রতিষ্ঠান তৈরির পেছনে শ্রম দিয়েছি, অর্থ দিয়েছি, আমাদের সার্থকতা এখানেই। এতোদিন যারা দায়িত্বে ছিলেন, তারা নিজেদের মতো করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের সভাপতির দায়িত্ব পেয়ে আজ বুধবার (৭ মে২০২৫) আপনাদের সাথে দেখা করতে এসেছি। যদিও আমার এই আসাটি অম্লমধুর হয়েছে। আমি তিক্ততা চাই না, আমি সকলকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানের জন্যে কাজ করতে চাই। আশা করছি আপনারা শিক্ষকমণ্ডলী আমাকে নিরবচ্ছিন্ন সহযোগিতা করবেন। আমার চাওয়া পাওয়া কিছু নেই, এমপি হিসেবে যখন ছিলাম তখন নিজের প্রতিষ্ঠান মনে করেই কাজ করেছি। সাবেক এমপির অনুরোধও রেখেছি প্রতিষ্ঠানের স্বার্থে। যদিও ইতঃপূর্বে আমার অবদানের সকল স্বীকৃতি মুছে ফেলা হয়েছে, যা সঠিক নয়। আমি চাই এই প্রতিষ্ঠান গড়তে যাদের অবদান রয়েছে তাদের প্রত্যেককে সমানভাবে মুল্যায়ন করা হোক। আজ শিক্ষক ও অভিভাবকদের সামনে এই মিলনায়তনে কথা দিতে চাই, এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বুধবার (৭ মে২০২৫) দুপুরে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
কলেজের সাবেক অভিভাবক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজ টিচার্স কাউন্সিলের সেক্রেটারী দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, বিষ্ণুপদ রায়, অভিভাবক সোহেল খান প্রমুখ। এর আগে কলেজের এডহক কমিটির নয়া সভাপতি গৃদকালিন্দিয়া বাজারে আসলে নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার এক প্রজ্ঞাপনে সাবেক সভাপতি ডা. আনোয়ায়া হকের পরিবর্তে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে কলেজের এডহক কমিটির সভাপতি করে অধ্যক্ষকে চিঠি প্রদান করেন। এর আগে ওই কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আনোয়ারা হক।