মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ মে ২০২৫, ২০:৩৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা

বিভাগীয় পর্বে চাঁদপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি
বিভাগীয় পর্বে চাঁদপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার বিভাগীয় পর্ব-২০২৫ অনুষ্ঠান গত শনিবার (৩ মে ২০২৫) চট্টগ্রাম কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এ বিভাগীয় প্রতিযোগিতায় সৃজনশীল দলীয় নৃত্য ইভেন্টে ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করে আফসানা পাটওয়ারী ও তার দল (সুমাইয়া সূচনা, মরিয়ম আক্তার ও মিতু ধর) এবং নৃত্য পরিচালনার কোরিওগ্রাফার পিপল দাস। এছাড়া কবিতা আবৃতিতে ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী শামীম শেখ, উপস্থিত বক্তৃতায় ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী নাঈমা আক্তার এবং একক অভিনয়ে ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার। সোমবার (৫ মে ২০২৫) দুপুর ১২টায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রফেসর একেএম আবদুল মান্নানের সাথে দেখা করতে আসে। এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ আরো অনেকে।

অধ্যক্ষ প্রফেসর একেএম আবদুল মান্নান শিক্ষার্থীদের সাফল্যে তাদের উৎসাহ দেন এবং বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বরাবরের মতো এবারও জাতীয় পর্যায়ে কলেজের জন্যে সফলতা বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়