মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৭:১৮

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন

সভাপতি পদে বিল্লাল হোসেন মজুমদারসহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সভাপতি পদে  বিল্লাল হোসেন  মজুমদারসহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আলমগীর তালুকদার

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী বিল্লাল হোসেন মজুমদারসহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিনের কার্যালয়ে তফসিল অনুয়ায়ী দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হয়। সভাপতি পদে করইশ পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতির সদস্য ও কেন্দ্রীয় সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন মজুমদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা। সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী করইশ পূর্বপাড়া কৃষক সমবায় সমিতির মো. জাকির হোসেনের মনেনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তাছাড়া সদস্য ৬টি ব্লকের প্রত্যেকটিতে ১জন করে প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ১ নং ব্লকে আলমগীর হোসেন চৌধুরী, ২ নং ব্লকে কামাল উদ্দিন, ৩ নং ব্লকে আবদুল আজিজ,

৪নং ব্লকে ইমাম হাছান, ৫ নং ব্লকে সফিকুল ইসলাম ও ৬ নং ব্লকে মো. মনির হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

৪ নং ব্লকের খোরশেদ অলম অনুপস্থিতি ছিলেন। তার ছবি সত্যায়িত, সমিতির রেজিস্টার ও মনেনয়নপত্রটি ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ৬ মে বৈধ তালিকা প্রকাশ ও ১৮ মে প্রত্যাহার । ওইদিন কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে নির্বাচন ছাড়াই কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ১জন সভাপতি, ১ জন সহ-সভাপতি ও ৬ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

মনোনয়নপত্র বাছাইকালে সকল প্রার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় সভাপতি প্রার্থী বিল্লাল হোসেন মজুমদার বলেন, সভাপতি পদে অন্য প্রার্থী না থাকায় ১৮ মে আমি কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হবো। সকল অকার্যকর সমিতি চালু করে সকল কৃষকের উন্নয়নে কাজ করবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়