সোমবার, ০৫ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ মে ২০২৫, ২১:৩৮

চাঁদপুর মোলহেডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর  মোলহেডে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি সংগ্রহীত

চাঁদপুর জেলা শহরের একমাত্র পর্যটন এলাকা রেলওয়ে বড় স্টেশন মোলহেড থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৪ মে ২০২৫) বিকেল ৫টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নির্দেশে পৌর প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে দুই শতাধিক ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদকৃত মালামাল পৌরসভার গাড়ি বোঝাই করে নিয়ে যেতে দেখা যায়।

উচ্ছেদ অভিযান চলাকালীন এলাকার শত শত মানুষ এসে ভিড় জমায়। যারা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে দোকানপাটগুলো সরায়নি তাদেরগুলো নদীতে ফেলে দেয়া হয়।

এছাড়া রেলের জায়গায় অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ গড়ে তোলা বিভিন্ন খেলনাসহ রাইডগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ জানান, চাঁদপুরের এই স্থানটি পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। অথচ এর প্রবেশমুখে ও ভেতরে ভাসমান অবৈধ দোকান বসিয়ে সৌন্দর্য বিনষ্ট করা হয়েছে।

চাঁদপুর শহরে তিন নদীর মিলনস্থলের দর্শনীয় এই জায়গাটি পর্যটনের জন্যে সম্ভাবনাময় স্থান। এখানে যে যার মতো করে রেলওয়ের জায়গা দখল করে নিয়েছে। তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেয়া হলে নানা ছলছুতো তৈরি করে সহানুভূতি আদায়ের চেষ্টা করা হয়। অভিযান চলাকালে রেলওয়ের চাঁদপুর স্টেশন মাস্টার মারুফ হোসেন, চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে অংশ নেয়া সংশ্লিষ্টরা জানান, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই উচ্ছেদ অভিযানে সহায়তা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়