প্রকাশ : ০২ মে ২০২৫, ২২:৩২
জেলা বিএনপির শোক

চাঁদপুর জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জেলা কৃষকদলের সভাপতি ও কৃষকদল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ খোকনের পিতা মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ হাফেজ শামসুল হক দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। নেতৃদ্বয় এক শোক বার্তায় বলেন, মরহুম আলহাজ্ব শামসুল হক দেওয়ান ছিলেন সফল পিতা, সফল শিক্ষক, পরোপকারী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীদের মতো আমরাও ব্যথিত, শোকাহত। মহান আল্লাহর দরবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
|আরো খবর
চাঁদপুর জেলা বিএনপির
দপ্তর সম্পাদক মো. হযরত আলী ঢালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।