প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ২০:৪৮
জাতীয় আইনগত সহায়তা দিবসে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
আইনগত পরামর্শ সহ বিরোধ নিষ্পত্তিতে কাজ করছে লিগ্যাল এইড : সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

জাতীয় আইনগত সহায়তা দিবসে 'দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই' এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবসে চাঁদপুরে লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকালে জেলা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আব্দুল হান্নান, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ.জেড.এম. রফিকুল হাসান রীপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান সহ জেলা আইনজীবী সমিতি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা।
র্যালি শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে লিগ্যাল এইড দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সামসুন্নাহার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সুবিধাবঞ্চিত জনগণের জন্যেই কাজ করে লিগ্যাল এইড কমিটি। আমরা কিন্তু বৃটিশ লিগ্যাল সিস্টেমের যেটা আছে সেটা কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে অনুসরণ করি। এটা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবস্থা। এ ব্যবস্থায় যে যত বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সে ততটা বেশি বিজয়ী হতে পারবে।
তিনি আরো বলেন, এ ধারণা থেকে বের হয়ে এসে আমরা এখন আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করছি এবং আইনগত পরামর্শ লিগ্যাল এইডের মাধ্যমে দিচ্ছি। সুবিধাবঞ্চিতরা লিগ্যাল এইডের মাধ্যমে সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে।
জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) সারোয়ার জাহানের পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা জজ) আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড.জসিম মেহেদী, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাড. নুরুল হক কমল, অ্যাড. ফরিদা ইয়াসমিন আলো, সুবিধাভোগী দৃষ্টি পোদ্দার, আরিফুর রহমান তালুকদার প্রমুখ।
সভায় লিগ্যাল এইডের সেরা দু আইনজীবী অ্যাড. নুরুল হক কমল ও অ্যাড. ফরিদা ইয়াসমিনের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য বিচারক ও অতিথিবৃন্দ।