প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৭
জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র্যালি

জাতীয় আইনগত সহায়তা দিবসে চাঁদপুরে লিগ্যাল এইডের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকালে জেলা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান,
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ.জেড.এম. রফিকুল হাসান রীপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান সহ জেলা আইনজীবী সমিতি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা।
র্যালি শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে লিগ্যাল এইড দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।