প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ২২:৩৭
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

জেলা ক্রীড়া অফিস আয়োজিত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর সদরের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে দশ টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চাঁদপুর সদরের ৬ টি বিদ্যালয়ের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। বিদ্যালয় গুলো হচ্ছে : দ্বারকানাথ ( ডিএন) উচ্চ বিদ্যালয়, মধুসূদন উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মৈশাদী উচ্চ বিদ্যালয়, বীর প্রতীক মমিন উল্লা পাটোয়ারী একাডেমী ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমী। বালক বালিকা ২টি বিভাগে ১৮ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক। তিনি বলেন, আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আরো বেশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। সেজন্যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দরকার, সেটা আমরা করবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিসি আসাদুর জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ শামীম ফারুকী, জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী দিলীপ সরকার প্রমুখ। সার্বিক সহযোগিতার ছিলেন জেলা ক্রীড়া সংস্থা চাঁদপুর।