রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪৪

হাজীগঞ্জে শিবিরের মামলার আসামী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা-কর্মীরা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে শিবিরের মামলার আসামী আহলে সুন্নাত ওয়াল  জামায়াতের নেতা-কর্মীরা

আশংকায় হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে ছাত্রশিবির হাজীগঞ্জ উপজেলা শাখা। মিছিলের স্লোগান থেকে হত্যার হুমকি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ মামলা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষে গত শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে হাজীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন হাজীগঞ্জ পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম।

মামলায় নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা-কর্মীরা। ফিলিস্তিনের সমর্থনে শনিবার (২৬ এপ্রিল ২০২৫) রাজধানীতে সমাবেশের জন্যে পুলিশি অনুমতি না পাওয়ায় হাজীগঞ্জে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঐ মিছিল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে 'একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর', 'শিবিরের চামড়া তুলে নিবো আমরা', 'ছাত্রশিবির রাজাকার, এই মুহূর্তে হাজীগঞ্জ ছাড়,' 'সরকারের দালালরা, হুঁশিয়ার সাবধান' উল্লেখ করে শ্লোগান দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা-কর্মীরা।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মিছিলকে কেন্দ্র করে মামলার পাশাপাশি প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. ইব্রাহিম খলিল।

মামলার বিষয়টি চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়