প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২০:৪৯
বিআরটিএ'র বিশেষ অভিযান : ১৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী এবং বিভাগীয় পরিচালক (ইঞ্জি.)-এর সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বিআরটিএ চাঁদপুর সার্কেল, জেলা প্রশাসন, পুলিশ বিভাগের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। মোটরযানের অতিরিক্ত গতি, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মোট ১৩টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চাঁদপুর সার্কিট হাউস প্রাঙ্গণে মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বিআরটিএ, চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।