প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৭:২০
সিএনজি থেকে পৌর টোল আদায়ের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
ডিসি বরাবর স্মারকলিপি পেশ

চাঁদপুর শহরে সিএনজি স্ট্যান্ড করার দাবিতে ও পৌর অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে চালকদের বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও ডিসি বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। পৌরসভার নিয়োগপ্রাপ্ত ইজারাদার কর্তৃক সিএনজি অটোরিকশা থেকে টোল আদায়ের প্রতিবাদে চাঁদপুর সিএনজি অটোরিক্সা চালক ও মালিকদের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বিক্ষোভে অংশ নেওয়া চালক ও মালিকরা অভিযোগ করেন, চাঁদপুর পৌরসভা এখনো সিএনজি অটোরিকশার জন্যে নির্ধারিত কোনো স্ট্যান্ড নির্মাণ করেনি। কিন্তু তার আগেই পৌরসভার ইজারাদারদের মাধ্যমে জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ।
সিএনজি মালিক সমিতির এক নেতা বলেন, "আমাদের বলা হয়েছিল নির্ধারিত স্ট্যান্ড করে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কিছুই হয়নি। বরং এখন পৌরসভার ইজারাদাররা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে সিএনজি থেকে টাকা আদায় করছে, যা আমাদের জন্যে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।"বক্তারা অভিযোগ করেন, চালকরা প্রতিদিন তাদের রোজগারের একটা বড়ো অংশ হারাচ্ছেন।
বিক্ষোভ শেষে জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। এতে টোল আদায় অবিলম্বে বন্ধ, নির্ধারিত স্ট্যান্ড স্থাপন এবং সিএনজি চালকদের জন্যে নিয়মতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ সময় সিএনজি চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মনির মিজি, রিপন হোসেন, কাজী ফারুকসহ অন্যরা।