প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৭
চাঁদপুর পৌরসভার চাকরিচ্যুত কর্মচারীদের আমরণ অনশন

'চাকরি মোদের ফিরিয়ে দে, নইলে মুখে বিষ দে' এই স্লোগানে চাঁদপুর পৌরসভার চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহালসহ স্থায়ী করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত কর্মচারীরা। রোববার (৬ এপ্রিল ২০২৫) সকাল ১১টা থেকে পৌরসভার সামনে এই আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন তারা।
এ সময় চাকরিচ্যুত কর্মচারী নাজমা আক্তার, রাজু পাটওয়ারী, রিয়াদ পাটওয়ারী, মোহাম্মদ হোসেন, সেলিম হোসেন, বিল্লাল হোসেন, রবিন চৌধুরী, সোহেল, সাখাওয়াত, সার্ভেয়ার হাসান ও সাইফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর এই পৌরসভায় চাকরি করে আসছি। কিন্তু হঠাৎ করে গত ৫ ফেব্রুয়ারি আমাদেরকে প্রশাসক মহোদয় মৌখিকভাবে বাদ দিয়ে দেন। আমরা পৌর সচিব স্যারের কাছে গিয়ে আমাদেরকে বাদ দেয়ার কারণ জানতে চাই। তখন তিনি আমাদের জানান, মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী আমাদেরকে বাদ দেয়া হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আমরা পাই নি। যদি মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী বাদ দিতে হয়, তাহলে তো সবাইকে বাদ দিতে হবে। আমাদের ক'জনকে কেনো টার্গেট করা হলো! আমরা চাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আমাদেরকে যেনো চাকরিতে পুনর্বহাল করা হয়।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, তারা সবাই পৌরসভায় দৈনিক হাজিরার ভিত্তিতে ছিলো। এ বিষয়ে মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশ-- অপ্রয়োজনীয় লোকবল থাকবে না। এখানে আমাদের কিছুই করার নেই।