প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১৬:৩৩
পবিত্র লাইলাতুল ক্বদর পালিত

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে রমজানের পবিত্র রাত লাইলাতুল ক্বদর। তারাবিহ নামাজে কোরআন খতমের পর বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) সারা মুসলিম বিশ্বের ন্যায় চাঁদপুর জেলা শহরের সবচাইতে বড়ো মসজিদ পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদে পবিত্র লাইলাতুল ক্বদরের তাৎপর্যের উপর আলোচনা, দোয়া ও মোনাজাত করেন পেশ ইমাম মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল মাদানী। আল্লাহর নৈকট্য এবং রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীতে রাত কাটান মুসল্লিরা। হাজার মাসের ইবাদতের চেয়ে এ রাতের ইবাদত উত্তম। পবিত্র রমজান মাসের এই রাতে পবিত্র আল কোরআন নাজিল হয়। এজন্যে মহান আল্লাহ তায়ালা লাইলাতুল ক্বদরকে অনন্য মর্যাদা দিয়েছেন। লাইলাতুল ক্বদরে নামাজ পড়ে ধর্মপ্রাণ মুসল্লিগণ যার যার এলাকার কবরস্থানগুলোতে যেখানে তাদের মরহুম পিতা মাতা আত্মীয়-স্বজন শুয়ে আছেন, তাদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া ও মোনাজাত করেন ।