মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১৫:৪০

জিটি রোডে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জিটি রোডে  পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

রমজান উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ২৫ রমজান বাদ জোহর চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোড উত্তর বিষ্ণুদী আখন্দ বাড়ি সংলগ্ন বাইতুল আমিন জামে মসজিদে। এ প্রতিযোগিতা

আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, মক্তব থেকে দক্ষ ও সুমধুর কণ্ঠের অধিকারীদের তুলে আনা, যারা মূলত সহীহ ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত চর্চা করবে। ১৩ বছর বা তদূর্ধ্ব যে কোনো বয়সী নারী ও পুরুষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন তিনজন ক্বারী। তারা হলেন : ক্বারী মো. রাশেদ হোসেন, ক্বারী ফরহাদ তপাদার ও ক্বারী আশরাফ আলী।

প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন করা ৪৮ জনের অধিক প্রতিযোগীর মধ্য থেকে ১৫ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রতিযোগীরা শুদ্ধ কোরআন তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করবে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আনোয়ারা -মতিউর মডেল মাদ্রাসার পরিচালক মাও. মো. আবদুর রহমান গাজী, বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাও. হাফেজ মো. জাহাঙ্গীর হোসেন, মো. রাশেদ হোসেন ও মো.সাইফুল ইসলাম।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,

এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি কোরআনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এই প্রতিযোগিতা তরুণদেরকে শুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের আত্মিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়