শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২২

চাঁদপুর সংবাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

চাঁদপুরে ভালো সাংবাদিকতার প্র্যাকটিস হচ্ছে : সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন

চাঁদপুরে ভালো  সাংবাদিকতার প্র্যাকটিস হচ্ছে : সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন
অনলাইন ডেস্ক

চাঁদপুর সংবাদ পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, অতিথিদের সংবর্ধনা ও মাল্যদানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মাল্যদান ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অতিথিদের সংবর্ধিত করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান।

আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন। তিনি বলেন, পাঠক আপনাকে যেভাবে বিচার করবে আমি সেটাই বলছি। পাঠক সাংবাদিকতার দুটি দিক বিচার করবে, একটি পজিটিভ আরেকটি নেগেটিভ। চাঁদপুর সাংবাদিকদের একটি উজ্জ্বল চারণ ভূমি। যেখানে আমরা একটি ভালো সাংবাদিকতার প্র্যাকটিস করছি। চাঁদপুরের অনেক সাংবাদিক প্রেস মিডিয়ার বিভিন্ন জায়গায় সুনাম এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

তিনি আরো বলেন, সংবাদ একই হোক, কিন্তু উপস্থাপন যেন ভিন্ন হয়। নতুবা পাঠক সমাজে পত্রিকাগুলোর গ্রহণযোগ্যতা থাকবে না।

চাঁদপুর সংবাদ পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী নৌ পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস উল্লাহ।

এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন ও ইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক ও মতলব প্রেসক্লাবের সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, ফরিদগঞ্জ অফিস প্রধান মো. মহিউদ্দিন, কচুয়া অফিস প্রধান সন্তোষ চন্দ্র সেন, স্টাফ রিপোর্টার এসএম শাহ আলম। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, জিএম শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান বাবলু, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক মো. এমরান হোসেন রাজন, মফস্বল সম্পাদক রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, প্রকাশক মো. এরশাদ খান, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সহকারী সম্পাদক জামাল আহমেদ আকন্দ, চাঁদপুর প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার বার্তা সম্পাদক আনোয়ারুল হক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক মাহমুদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন, চিফ রিপোর্টার মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার রহমত আলী রিপন, আলমগীর বাবু, ওমর শরীফ, রিজভী চৌধুরী, আমির হোসেন, মোহাম্মদ মাসুম হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী, চিফ ফটোগ্রাফার আরিফুর রহমান সাগর, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ, হাইমচর উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, শাহারাস্তি উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কচুয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন, রাজিব চন্দ্র শীল, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি আবদুল আউয়াল, হাইমচর উপজেলা প্রতিনিধি নাছির আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান বলেন, আপনাদের সহযোগিতায় চাঁদপুর সংবাদ পত্রিকার আজকের এই দীর্ঘ পথচলা। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছি। দীর্ঘ পথচলায় আপনাদের সহযোগিতা কামনা করছি। এ অনুষ্ঠানে উপস্থিতির জন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়