বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭

নৌ পুলিশের টহল ও সেনাবাহিনীর পরিদর্শন

চাঁদপুর লঞ্চ টার্মিনাল ও নৌপথের নিরাপত্তা জোরদার

চাঁদপুর লঞ্চ টার্মিনাল ও নৌপথের নিরাপত্তা জোরদার
অনলাইন ডেস্ক

চাঁদপুর অঞ্চলের পদ্মা-মেঘনা নৌপথ ও চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে লঞ্চ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে লঞ্চ টার্মিনালে যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং লঞ্চ ছাড়ার আগে কেবিন ও ডেক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, লঞ্চে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে ।

নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহাম্মদ, পিপিএম জানিয়েছেন, নৌ পুলিশের অফিসার ও সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এছাড়া, ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতের পর সেনাবাহিনীর একটি বিশেষ দল চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছে। তারা টার্মিনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং নৌ পুলিশের চলমান কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

নৌ পুলিশের পক্ষ থেকে সকল যাত্রী, লঞ্চ স্টাফ ও সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে—কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে নিকটস্থ নৌ থানায় বা ৯৯৯-এ যোগাযোগ করুন। সেই সাথে গুজবে কান না দিয়ে নৌ পুলিশের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়